ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

এমপি লিটন হত্যা : সাবেক ভাইস চেয়ারম্যান ৭ দিনের রিমান্ডে

গাইবান্ধা প্রতিনিধি

রোববার, ০৮ জানুয়ারি ২০১৭ , ০৮:৩০ পিএম


loading/img

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার সন্ধ্যায় জেলা অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ এই আদেশ দেন।

পুলিশ জানায়, আহসান হাবিব মাসুদকে অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে মাসুদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

রোববার ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে মাসুদকে  গ্রেপ্তার করা হয়।

মাসুদ সুন্দরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাসদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম কবির মুকুল জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্বেচ্ছাসেবক লীগে যোগ দেন মাসুদ।

বিজ্ঞাপন

এদিকে, রোববার সকালে এই মামলায় গ্রেপ্তার আরো ৬ জনকে ৭ দিনের রিমান্ড দেন আদালত।

বিজ্ঞাপন

রিমান্ড মঞ্জুর হওয়া ৬ জন হলেন- সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র কদমতলা গ্রামের ফরিদ মিয়া (৭০), নিচপাড়া গ্রামের সামিউল ইসলাম (৩২), খামারপাচগাছী গ্রামের হাদিসুর রহমান (৩০), উত্তর হাতিবান্দা গ্রামের জিয়াউর রহমান (৩২), রামভদ্র খানাবাড়ী গ্রামের হজরত আলী (৪৪) ও পূর্ব শিবরাম গ্রামের নবিনুর খন্দকার (৪৫)।

  লিটন হত্যা : ৬ জনের ৭ দিনের রিমান্ড

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |